মাওলানা মামুনুল হককে হেনস্থার ঘটনায় হেফাজতে ইসলামের নিন্দা

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১

নারায়ণগঞ্জের একটি রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে শনিবারের ঘটনার প্রতিবাদ করেছে সংগঠনটি। আজ রোববার বিকেলে হেফাজতে ইসলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি প্রতিবাদ জানায়।

প্রতিবাদ সভায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক হাজি ইয়াকুব, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

তবে সেখানে ছিলেন না হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

মামুনুল হক শরিয়া মেনে দ্বিতীয় বিয়ে করেছেন দাবি করে সাখাওয়াত হোসেন বলেন, তার কাছে তথ্য-উপাত্ত চাওয়া যেতে পারে। কিন্তু তাদের হেনস্তা করার অধিকার কারও নেই।

সোনারগাঁয়ে মামুনুল হকের ওপর ন্যক্কারজনক হামলা করেছে। আমরা যদি চাইতাম ঢাকায় আজ কমপক্ষে পাঁচ লাখ লোকের জমায়েত হতো।

মামুনুল হক কোথায় ও কবে দ্বিতীয় বিয়ে করেছেন সাংবাদিকরা প্রশ্ন করলে মাওলানা সাখাওয়াত হোসেন বলেন, এটি তার ব্যক্তিগত বিষয়। এর উত্তর মামুনুল হক দেবেন।

ফোনালাপ ফাঁস প্রসঙ্গে মাওলানা সাখাওয়াত বলেন, আমরা জানি এগুলো কাটছাঁট করা যায়। এগুলো আইনবিরোধী। আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবো।

হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

সাখাওয়াত হোসেন বলেন, মামুনুল হক ও তার স্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে বক্তব্য দিয়েছেন তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া। আমরা আশা করবো তিনি তার ওই বক্তব্য প্রত্যাহার করে নেবেন।

মন্তব্য করুন