বিশ্বকে এক হতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১

জলবায়ুর ন্যায়বিচার নিশ্চিত করা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর উপায় খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জন্য আন্তর্জাতিক কার্বন বাজার উন্মুক্ত করার কথাও বলেন তিনি। সম্প্রতি বিখ্যাত ‘ডিপ্লোম্যাট’ ম্যাগজিনের এপ্রিল ২০২১ সংখ্যায় প্রকাশিত এক নিবন্ধে এসব কথা বলেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি শেখ হাসিনা। নিবন্ধটির শিরোনাম হলো- ‘ঢাকা-গ্লাসগো সিভিএফ-সিওপি২৬ সংহতি জোরদার’।

এতে ক্রান্তিকালীন জলবায়ু সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী লিখেছেন, ক্ষয়ক্ষতি ও জলবায়ুর প্রতি অবিচার বন্ধের উপায় খুঁজতে হবে। এ জন্য আন্তর্জাতিক কার্বন বাজার উন্মুক্ত দেখতে চাই আমরা। বাংলাদেশসহ সিভিএফের সদস্য দেশগুলোর জলবায়ু পরিবর্তনে অপূরণীয় ক্ষতির কথা বলার অধিকার রয়েছে বলে মনে করেন তিনি।

কেননা, বৈশ্বিক কার্বন নিঃসরণে এসব দেশের ভূমিকা খুব কম। জলবায়ুর প্রতি অবিচার বন্ধের এখনই সময় উল্লেখ করে প্রকৃতির বিরুদ্ধে এই যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানা শেখ হাসিনা।

এ ক্ষেত্রে সবাই একজোট না হলে হেরে যাবেন বলেও স্মরণ করিয়ে দেন তিনি। জলবায়ু তহবিল অবমুক্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অঙ্গীকারকৃত ১০ হাজার কোটি ডলার ছাড় দেয়া হোক। যার ৫০ শতাংশ ব্যয় হবে জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরিতে।

মন্তব্য করুন