

পঞ্চমবারের মতো পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ বাড়তে যাচ্ছে। সেতু বিভাগের চাহিদা মোতাবেক মেয়াদ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অনুমোদন বাকি।
এই দফায় ২ বছর মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত নেয়া হচ্ছে। তবে মেয়াদ বাড়লেও এবার ব্যয় বাড়বে না বলে জানানো হয়েছে।
বিষয়টি স্বীকার করে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী জানান, কিছুদিনের মধ্যেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছে।
তবে ঠিক কতদিন বাড়ছে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আরো কিছু অ্যানালিসিস বাকি আছে। তবে প্রাথমিকভাবে এটাকে দুই বছর ধরে নিচ্ছি আমরা।
বাংলাদেশের অন্যতম বড় প্রকল্প পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে।
প্রথমে এর কাজ শেষ হওয়ার কথা ছিল ৪ বছরের মধ্যে। তারপরের টার্গেট ঠিক করা হয়েছিল ২০২০ সাল। পরে সেটা বাড়িয়ে নেওয়া হয় ২০২১ সালের জুন মাসে। এরপর অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০২২ সাল নাগাদ শেষ হবে পদ্মা সেতুর কাজ। এবার বেড়ে যাচ্ছে ২০২৩ সালের জুন পর্যন্ত।