ঐক্যফ্রন্টকে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভবনে সংলাপের ছবি।

পাবলিক ভয়েস: একাদশ নির্বাচনের পর সংলাপ নিয়ে নানামুখী আলোচনার মধ্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাদের এ আমন্ত্রণ জানানো হয়।

গণফোরাম কার্যালয় সূত্র জানায়, আজ শনিবার সকালে গণভবন থেকে ঐক্যফ্রন্টকে আমন্ত্রণের একটি চিঠি এসেছে। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সব সদস্যের নামে আলাদা আলাদা চিঠি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের পর গত ১৩ জানুয়ারি আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টসহ যে ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল তাদের সঙ্গে ফের সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের ফের আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী।

এর একদিন পর ১৪ জানুয়ারি দুপুরে সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনবিষয়ক এজেন্ডা থাকলেই কেবল প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট।

ওইদিন বিকালেই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের বর্ধিত সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, নির্বাচন নিয়ে সংলাপ নয়, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্যই মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাবেন। তবে জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর।

ওবায়দুল কাদের আরো বলেছিলেন, জাতীয় নির্বাচনের আগে ঐক্যফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য চিঠি দিয়ে আবারো তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। আর সেটা শুভেচ্ছা বিনিময়ের জন্য। এখানে কোনো সংলাপ নয়।

প্রসঙ্গত, নির্বাচনের আগে ওই সংলাপে অংশ নিয়েছিল বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট, জাতীয় পার্টি, যুক্তফ্রন্টসহ আরো বহু দল। ওই সংলাপের সময়ই বিরোধী দলগুলো একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা ঘোষণা করে।

মন্তব্য করুন