জিডিপি উন্নয়নের একমাত্র মাপকাঠি নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯

পাবলিক ভয়েস: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জিডিপি উন্নয়নের একমাত্র মাপকাঠি নয়। আজ শনিবার রাজশাহীতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালার উদ্বোধনীতে এ কথা বলেন তিনি।

আজ শনিবার বেলা ১১টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শাহরিয়ার আলম বলেন, জিডিপিকে মানদণ্ড ধরে ২০৪১ সালে বাংলাদেশকে উচ্চআয়ের রাষ্ট্রের কাতারে নিতে চায় সরকার। এ জন্য শতকরা ১১ ভাগ জিডিপি অর্জন করতে হবে। ২০১৯ সালে প্রবৃদ্ধি ৮ অথবা ৯ শতাংশের কাছাকাছি যেতে পারে।

তিনি আরো বলেন, পরিকল্পনা, প্রয়োজন অনুযায়ী সরবরাহ ও গত দশ বছরের লক্ষ্যমাত্রা অর্জন আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। ২০৩০ সালের মধ্যে এসডিজি ১৭টি অভিষ্ট লক্ষ্যের প্রতিটি পূরণ হবে বলে আশাবাদী সরকার।

কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসক, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় এসডিজি বাস্তবায়নে অংশগ্রহণকারীদের ভূমিকা ও কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন