ডাকসুর নেতৃত্ব ছাত্রলীগের হাতেই আসবে : তোফায়েল আহমেদ

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯

তৌকির আহমেদ, ঢাবি: বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, “ডাকসু নির্বাচন আগামী ১১ ই মার্চ। আমি মনে করি ছাত্রলীগের মধ্যে যে ঐক্য স্থাপিত হয়েছে, আবার ছাত্রলীগ বিজয়ী হয়ে ডাকসুতে নেতৃত্ব দিবে।”

আজ ২৬ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জননেতা জনাব তোফায়েল আহমেদ।

এসময় তিনি বলেন, ‘১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাত ধরে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে৷ মূলত ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ বপন করেছেন৷ এই ছাত্রলীগ ৫২ র ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে,নেতৃত্ব দিয়েছে ৬৬’র ৬ দফা আন্দোলন ,৬৯ এর গণঅভ্যুত্থানে এবং ছাত্রলীগই নেতৃত্ব দিয়েছে ৭১ এর স্বাধীনতা আন্দোলনে।”

ডাকসু সম্পর্কে তিনি বলেন, “ছাত্রলীগের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে,এই ঐক্যের মাধ্যমে ছাত্রলীগ সেই ৬৬,৬৮ র মতো ডাকসুতে বিজয়ী হয়ে আবারও নেতৃত্ব দিবে বলে আমি বিশ্বাস করি৷”

ডাকসু নেতৃত্বে ফিরে আসার মধ্য দিয়ে দিয়ে ছাত্রলীগের অতীত ঐতিহ্য ফিরে আসবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭১ বছর পেরিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ জানুয়ারি বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু গত ৩ জানুয়ারি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের শাহাদাত বরণের কারণে বিজয় শোভাযাত্রার অপেক্ষা দীর্ঘতর হয়। আজ ২৬ জানুয়ারি রোজ শনিবার অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বিজয় শোভাযাত্রা শুরু করে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

শোভাযাত্রা পূর্ববর্তী অনুষ্ঠানের সভাপতি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোঃ রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

শোভাযাত্রা পূর্ববর্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। উপস্থিত ছিলেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সহ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতাকর্মীরা।

মন্তব্য করুন