নবম ওয়েজ বোর্ডের বিষয়ে আলোচনা সাপেক্ষে দ্রুত সমাধান করা হবে: কাদের

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯
তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবম সংবাদপত্র ওয়েজ বোর্ড সংক্রান্ত সভা।

পাবলিক ভয়েস: নবম ওয়েজ বোর্ডের বিষয়ে যত দ্রুত সম্ভব আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিষয়টি একেবারে সহজ নয়, জটিল কিছু বিষয় আছে। একদিকের সমাধান করলে হবে না, সবপক্ষকে নিয়ে বসতে হবে। এরপর সাংবাদিক নেতাদের সঙ্গে বসা হবে।

আজ শনিবার (২৬ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবম সংবাদপত্র ওয়েজ বোর্ড সংক্রান্ত সভা শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন