

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার সম্প্রচার চাইলেই বন্ধ করতে পারতেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, অন্যান্য দেশে যেভাবে টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়, বাংলাদেশেও চাইলে সেভাবে আল-জাজিরার সম্প্রচার বন্ধ করা সম্ভব ছিল। কিন্তু তা করা হয়নি।
আল-জাজিরার রিপোর্ট ও শিরোনামের সঙ্গে কোনো সম্পর্ক নেই দাবি করে তিনি বলেন, অল আর দ্যা প্রাইম মিনিস্টার ম্যান’ শিরোনাম দেয়া হলেও ভেতরের প্রতিবেদন হচ্ছে সেনাপ্রধান ও তার পরিবারের বিরুদ্ধে।
এটি ব্যক্তিগত আক্রোশ থেকে করা একটি রিপোর্ট। সেই প্রেক্ষিতে বাংলাদেশে তাদের গ্রহণযোগ্যতা কিন্তু কমেছে। বিশ্বব্যাপীও প্রতিবেদনটি নিয়ে প্রশ্ন উঠেছে।
মন্ত্রী বলেন, আল-জাজিরার নিরপেক্ষতা-বস্তুনিষ্ঠটা এবং একই সঙ্গে তাদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রশ্ন কিন্তু বহুবার উঠেছে। অনেক দেশে তাদের সম্প্রচার বন্ধ আছে।
এমনকি ভারতেও বন্ধ। আল-জাজিরার জন্য আমার কষ্ট হয়। রিপোর্ট প্রকাশের পর তারা বাংলাদেশে প্রচণ্ড পরিমাণ প্রশ্নের সম্মুখীন হয়েছে।