

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
আগামীকাল শনিবার (১৩ ফ্রেব্রুয়ারি) মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ২৬তম মারকাজি ইজতেমা রাজধানী ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসায় অনুষ্ঠিত হবে।
দাওয়াতুল হকের কেন্দ্রীয় দফতর থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
এবছর দাওয়াতি মেহমানদের মধ্যে রয়েছেন, হারদুয়ি হযরতের খলিফা প্রফেসর হামিদুর রহমান, প্রফেসর গিয়াস উদ্দীন, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, জামিয়া রাহমানিয়ার ইফতা বিভাগের প্রধান মুফতী মনসূরুল হক, প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান, মুফতি আরশাদ রাহমানি, মুফতি সুহাইলসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।
এর আগে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর ২৬তম মারকাজি ইজতেমার তারিখ ৫ ডিসেম্বর ২০২০ইং নির্ধারণ করা হয়। কিন্তু অনিবার্য কারণ থাকায় সেই তারিখ স্থগিত করে কর্তৃপক্ষ।
মজলিসে দাওয়াতুল হক মহানবী (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাত চর্চার একটি বিশেষ কেন্দ্র। এর মাধ্যমে দেশব্যাপী সাধারণ মানুষকে আজান, ইকামত, নামাজ, অজু ও জানাজাসহ সুন্নাতের ব্যবহারিক প্রয়োগ-পদ্ধতি শেখানো হয়।
প্রতিবারের মতো এবার দাওয়াতুল হকের ইজতেমা সকাল ১০ টায় শুরু হয়ে রাত ১০ টায় শেষ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।