এরশাদ শঙ্কামুক্ত: জিএম কাদের

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯
হুসেইন মুহম্মদ এরশাদ

পাবলিক ভয়েস: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ আছেন। তিনি এখন শংঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা । জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ।

আজ বুধবার রাজধানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর সুস্থ্যতা কামনায় কুরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এই কথা বলেন ।

এসময় এরশাদের সুস্থতার জন্য দেশবাসির কাছে দোয়া চান তিনি। এসময় আরো উপস্থিতি ছিলেন, জাতীয় পাটির মহাসচিব মুহা. মসিউর রহমান রাঙ্গা, বনানী ওয়াড আওয়ামী লীগ নেতা সহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা।

উল্লেখ্য যে, গত ২০ জানুয়ারি বাধ্যকজনিত অসুস্থতার কারনে উন্নত চিকিৎসার জন্য সিংঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসতালে নিয়ে যাওয়া হয় সাবেক এই রাষ্ট্রপতিকে।

মন্তব্য করুন