পুলিশের উপর হামলার দায়ে ছাত্রলীগের ১৭ নেতাকর্মী আটক

প্রকাশিত: ৪:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্টনে আজাদ প্রোডাক্টসের বিল্ডিংয়ে ঢুকে চাঁদা দাবি করে মারামারি করার পর পুলিশ ছাড়াতে এলে পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগে পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাত পর্যন্ত তাদের থানায় রাখা হয় বলে জানা গেছে।

ওসি জানান, আজাদ প্রোডাক্টস ভবনের ১৮তলায় ঝামেলা হচ্ছে শুনে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখানে গিয়ে পুলিশ তাদের মারামারি করতে দেখে। মারামারি থামাতে গেলে পুলিশের উপর হামলা করে তারা। “ছাত্রলীগের নেতা কর্মীরা পুলিশ ও আনসার সদস্যদের মারধর করে। এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়। এ সময় মিরন ও তুহিনের পক্ষের ১৭ জনকে আটক করে নিয়ে আসে পুলিশ।

রাতে পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, নাজমুল দাবি করেছে, তুহিনের কাছে টাকা পায়। এ নিয়ে সেখানে ঝামেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ১৭ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। এখন তারা থানায় রয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি।

ভবনটির ১৮তলায় দৈনিক ভোরের চেতনা ও বিশ্বাস বিল্ডার্স নামে দুটি অফিস রয়েছে।

মন্তব্য করুন