টিকিটের জন্য রাজধানীতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
ছবি : সংগৃহীত

রাজধানীর কাওরান বাজারে সৌদি প্রবাসীরা ভিসার মেয়াদ, আকামা বৃদ্ধি ও সৌদি এয়ারলাইন্সের টিকেটের দাবিতে রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁ হোটেল থেকে এ মিছিল শুরু হয়।

এসময় সৌদি প্রবাসী শ্রমিকরা ভিসার মেয়াদ ও আকামা বৃদ্ধির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। সৌদি প্রবাসীদের বিক্ষোভ মিছিলের ফলে সোনারগাঁ হোটেলের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সৌদি প্রবাসীরা বলছেন, তাদের অধিকাংশদের ভিসার মেয়াদই আগামীকাল শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখনো টোকেন না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৪ দিন ভিসার মেয়াদ বাড়ানোর যে ঘোষণা দেয়া হয়েছে, সেটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের দাবি জানান প্রবাসীরা। এদিকে, মঙ্গলবার ২৩০১ থেকে ২৭০০ টোকেনধারীদের বিমান টিকিট দিচ্ছে সাউদিয়া ।

এনএইচ/

মন্তব্য করুন