

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন ঢাবির এক শিক্ষার্থী। ধর্ষণের অভিযোগের বিষয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমি শুনেছি। কিন্তু এখনো থানা থেকে কিছু জানানো হয়নি।’
ভিপি নুর আরো বলেন, ‘আমরা যেহেতু সরকারের বিভিন্ন ইস্যুতে কথা বলি, তাই ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করা হয়েছে।’
ভিপি নুরের বিরুদ্ধে ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলা
রবিবার রাতে ওই ছাত্রী রাজধানীর লালবাগ থানায় মামলাটি দায়ের করেন। নুরসহ ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মুস্তাফিজ। তিনি বলেন, গতকাল রবিবার রাতে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ভিপি নুরের নামে ধর্ষণের একটি অভিযোগ দায়ের করেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। মামলার বিস্তারিত পরে জানানো হবে।###
এনএইচ/