ভবন উদ্বোধন করতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সেখানে বাংলাদেশ ভবন উদ্বোধন করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে তুরস্ক গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভবনটি উদ্বোধন করা হবে।

তুরস্ক সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলুর সঙ্গে ড. মোমেনের বৈঠক হতে পারে। এছাড়া বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে। সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

আই.এ/

মন্তব্য করুন