বাকি ৫ মুসল্লির অবস্থা সংকটাপন্ন, ছাড়পত্র পেয়েছেন মাত্র ১ জন

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

নারায়ণগঞ্জের তল্লায় অবস্থিত বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোট ৩৭ জনকে ভর্তি করা হয়েছিল শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

তাদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩১ জন। মোটামুটি সুস্থ হয়ে ওঠায় ১ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ৫ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এই ৫ জনের অবস্থার কোনো উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে। শুরুর দিকে হাত-পা নাড়াচাড়া করলেও এখন সবাই স্থবির হয়ে পড়েছেন।

তাদের সবাইকে আইসিইউতে রাখা হয়েছে। প্রয়োজন হচ্ছে অক্সিজেন সাপোর্টের। চিকিৎসকরাও তাদের ব্যাপারে খুব বেশি আশাবাদী হতে পারছেন না।

ইন্সটিটিউটের মেডিকেল অফিসার ড. লুবনা ফেরদৌস বলেন, যে পাঁচজন রোগী এখন ভর্তি আছেন তাদেরকে ‘শংকামুক্ত’ বলতে পারছি না।

তাদের প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের ব্যাপারে ইতিবাচক কিছু বলা মুশকিল। সবার অক্সিজেন সাপোর্ট লাগছে। নড়াচড়াও খুব একটা করছেন না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, বাকিটা স্রষ্টার হাতে।

মন্তব্য করুন