গ্যাসলাইনে ৬টি ছিদ্রের সন্ধান মিলেছে: তদন্ত কমিটির প্রধান

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

তিতাসের তদন্ত কমিটির প্রধান আবদুল ওয়াহাব তালুকদার জানিয়েছেন, নারায়ণগঞ্জে মসজিদের বিভিন্ন পাশে গ্যাসলাইনের ৬টি ছিদ্রের সন্ধান মিলেছে।  বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে তিনি আরও জানান, দ্রুতই তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।

নারায়ণগঞ্জের তল্লায় বিস্ফোরণের পর কারণ অনুসন্ধানে গঠিত হয় বেশ কয়েকটি তদন্ত কমিটি। এর মধ্যে তিতাসের কমিটি মসজিদের তল দিয়ে কোনো গ্যাসে পাইপ গেছে কিনা এবং আশপাশে কোথাও গ্যাসের পাইপে লিকেজ আছে কিনা, সেটি খতিয়ে দেখছে।

তিনদিন ধরে চলছে খোঁড়াখুঁড়ি। তবে, এদিন বৃষ্টিতে ব্যাহত হয় কাজ। এছাড়া, মসজিদ কমিটির সাথেও কথা বলেছেন তারা।

জেলা প্রশাসকের তদন্ত কমিটি দুদিনে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মিলেছে ২৫ জনের বক্তব্য নিয়েছেন। জেলা প্রশাসক জানান, এ ঘটনায় হতাহতের বেশিরভাগই অস্বচ্ছল পরিবার। সরকারি সহায়তার জন্য তাদের একটি তালিকা পাঠানো হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস লাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিটের শুনানিতে রাজউক, ডিপিডিসি, তিতাস ও মসজিদ কমিটি সবপক্ষেরই দায় দেখছেন আদালত। তবে, ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামি ৭ দিনের মধ্যে এই টাকা দিতে বলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ৩৭ জনের প্রতি পরিবারকে কেন ৫০ লাখ টাকা কোরে ক্ষতিপূরণ দেয়া হবে না; তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট।

আই.এ/

মন্তব্য করুন