
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৭ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন, হাইকোর্ট। দগ্ধদের মধ্যে এ পর্যন্ত ২৮ জন মারা গেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রিটের প্রাথমিক শুনানি শেষে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে এ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়। আগামী ৭ দিনের মধ্যে, জেলা প্রশাসকের মাধ্যমে এ টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে কেন তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে না; তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
পর্যবেক্ষণে আদালত বলেন, এ ঘটনায় রাজউক, ডিপিডিসি, তিতাস ও মসজিদ কমিটি সবারই দায় রয়েছে।
এর আগে গত সোমবার এ ঘটনায় তিতাস ফতুল্লা অফিসের চার কর্মকর্তাসহ আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের বরখাস্ত করে। দায়িত্বে অবহেলার কারণে ওই অফিসে ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক, দু’জন প্রকৌশলী ও জরুরি রেসপন্স টিমের চারজন স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন একজন। বাকি ৯ জন এখনো শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে লড়ছে।
মসজিদে গ্যাস লিকেজের বিষয়ে বারবার অভিযোগ করার দাবি করলেও, বিষয়টি অস্বীকার করেছেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক। তবে তদন্তে কারো গাফিলতি বা অবহেলার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন তিনি।
আই.এ/

