শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ। নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, নাব্যতা সংকটের কারণে সকাল সাড়ে ৭টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল ৬টার দিকে কলমিলতা ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে গিয়েছিল এরপর পথিমধ্যে চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আবার ঘাটে ফিরে আসে।

এছাড়া কাঁঠালবাড়ী ঘাট থেকে কিশোরী ফেরি আসছিল সেটিও পদ্মার চরে আটকে গিয়েছিল। এরপর বেশ কিছুক্ষণ আটকে থাকার পর শিমুলিয়া ঘাটে আসে। বর্তমানে শিমুলিয়া ঘাটে প্রায় চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, গত শনিবার থেকে এ নৌরুটে নাব্যতা সংকটের কারণে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া দিনে ছোট পাঁচ থেকে ছয়টি ফেরি চলাচল করে। বৃহস্পতিবার নাব্যতা সংকটের কারণে দু’টি মাঝারি ফেরি চ্যানেল অতিক্রম করতে না পারলে পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এনএইচ/

মন্তব্য করুন