পাপিয়া দম্পতির বিরুদ্ধে অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ আজ

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

অস্ত্র মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ। দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের জেষ্ঠ্য বিচারক কে এম ইমরুল কায়েসের আদালতে প্রথম দিনে সাক্ষ্য দিবেন মামলার বাদী।

এ সময় মামলায় জব্দ করা আলামতও আদালতে জমা দেয়া হবে।  সাক্ষ্যগ্রহণের জন্য  সোমবার (৩১ আগস্ট) সকালে কারাগার থেকে পাপিয়া ও তার স্বামীকে আদালতে নেয়া হয়েছে।

এর আগে ৩০শে আগস্ট পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। গত ৩০শে জুন অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় র‌্যাব ।

উল্লেখ্য, চলতি বছরের ২২শে ফেব্রুয়ারি শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে র‌্যাব তাদের গ্রেপ্তার করে।   র‌্যাবের হাতে গ্রেফতার পাপিয়ার বিরুদ্ধে অভিযোগ, গাড়ি বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসার আড়ালে পাপিয়া অবৈধ অস্ত্রের ব্যবসা করতেন। পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে র‌্যাব একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২০টি গুলি উদ্ধার করে।

এ ঘটনায় শে‌রে বাংলানগর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। গত ২৩ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে আদালত অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরুর নির্দেশ দেন।

এনএইচ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন