

রাজধানীর বিভিন্ন সড়কে আবর্জনা, অবৈধ বিলবোর্ড রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এসবের বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর থেকে অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আজ রোববার সকালে রাজধানীর উত্তরা ৪ নং সেক্টর, মিরপুর, কচুক্ষেত, মগবাজার, গুলশান ও বনানী এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
রাজধানীর আবর্জনা, অবৈধ বিলবোর্ড, জলজট, বন্ধ ড্রেন, ফুটপাত দখলসহ শতাধিক সমস্যা স্বচক্ষে পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘নগরীর বিভিন্নস্থান পরিদর্শনে আমি যখন তখন বের হবো। যেখানে অবৈধ যা কিছু পাব, জব্দ করে নিয়ে যাব। বার বার বলার দিন শেষ। এখন শুধু অ্যাকশন।’
মেয়র বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজস্ব আদায়ে চিরুনি অভিযান শুরু হবে। কাউকে এর একদিনও বেশি সময় দেওয়া হবে না। এখন সরাসরি অ্যাকশন।’
পরিদর্শনকালে অবৈধভাবে দখল করা ফুটপাতকে দখলমুক্ত করার ঘোষণা দেন মেয়র আতিক। উত্তরা পশ্চিম থানা এলাকায় রাস্তার পাশে ডাম্পিং করে রাখা গাড়ি সরিয়ে নিতে দায়িত্বরত অফিসারকে নির্দেশ দেন তিনি। ###
এনএইচ/পাবলিক ভয়েস