

পাবলিক ভয়েস : নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সোমবার (২১ জানুয়ারি)। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়, তবে প্রধানমন্ত্রী চাইলে অন্য দিনও বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।
নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে জাতীয় সংসদের প্রথম বৈঠকের জন্য রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়াও ইট ভাটা আইন এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন অনুমোদনের জন্য উত্থাপন করা হচ্ছে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন এবং তিনজন উপ-মন্ত্রী রয়েছেন।
সাধারণত মন্ত্রিসভার বৈঠকে ডাক পান মন্ত্রীরা, কিন্তু যেসব মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথ প্রতিমন্ত্রী থাকে তারা ডাক পান না। তবে প্রধানমন্ত্রী চাইলে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী এবং উপ-মন্ত্রীরাও ডাক পান।
মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে জানান কর্মকর্তারা।