আজও স্বাস্থ্যের সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

রিজেন্ট হাসপাতালের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি ও করোনা সনদ জালিয়াতির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৃহস্পতি বার (১৩) আগস্ট সকালে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে দুদক কার্যালয়ে হাজির হন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি ডা. আবুল কালাম আজাদ।

করোনাভাইরাস মহামারীর মধ্যে চিকিৎসার নামে ভয়াবহ প্রতারণা ও জালিয়াতির ঘটনায় গতকাল বুধবার  স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন-দুদক। স্বাস্থ্য ও চিকিৎসা খাতের দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের সংশ্লিষ্ট টিম বুধবার তাদের জিজ্ঞাসাবাদ করে।

গতকাল সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আজাদসহ ৫ জন কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। অন্য চারজন হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (ওএসডি) ডা. মো. আমিনুল হাসান, উপপরিচালক মো. ইউনুস আলী, মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা মো. দিদারুল ইসলাম। ৬ আগস্ট দুদকের পৃথক চিঠিতে তাদের তলব করা হয়।

আই.এ/

মন্তব্য করুন