করোনা বুলেটিন বন্ধ না করার আহ্বান সেতুমন্ত্রীর

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে স্বাস্থ্য বিভাগের নিয়মিত বুলেটিন একেবারে বন্ধ না করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন জোনের সঙ্গে নিয়মিত আলোচনার অংশ হিসেবে আজ সিলেট জোনের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। রাজধানীর সংসদ ভবন এলাকায় অবস্থিত নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন একেবারে বন্ধ হলে জনগণের মনে ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মানায় অনীহা দেখা দিতে পারে। পাশাপাশি এ নিয়ে বিভিন্ন ধরনের গুজবের ডালাপালা বিস্তার করতে পারে।

তাই বাস্তবতা বিবেচনায় করোনা বুলেটিন একেবারে বন্ধ না করে দিয়ে সপ্তাহে দুই দিন হলেও প্রচার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার সব ধরনের জনসমাবেশ ও সমাগম বন্ধের নির্দেশনা দিয়েছে। এ সময় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হত্যাকাণ্ড ঘটলে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে। তাই এই সংকটময় পরিস্থিতিতে এসব বিষয়ে নিয়ে রাজনৈতিক কর্মসূচি বা মানববন্ধন করা সংক্রমণের বিস্তারকে উৎসাহিত করতে পারে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো মামলায় সন্দেহভাজন যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তাই সবাইর উচিত এ বিষয়ে ধৈর্য্য ও সহনশীলতা প্রদর্শন করা।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন