
অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মাদ খুরশিদ আলমকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারির অধ্যাপক।
এর আগে দুপুরে অপর এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বালিত করে সরকার।
এর পর সরকারের একটি সূত্র জানায় যে, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে ডা. এ এইচ এম এনায়েত হোসেনকে নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত ডা. আবুল বাশার মোহাম্মাদ খুরশিদ আলমকে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের জায়গায় নিয়োগ দেওয়া হলো।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) হিসেবে ডা. মো. ফরিদ হোসেন মিঞাকে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। সেইসঙ্গে বর্তকমান পরিচালক ডা. মো. আমিনুল হাসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সম্প্রতি দেশের স্বাস্থ্যসেবার নানা অনিয়ম বেরিয়ে আসতে থাকলে তুমুল সমালোচনার মুখে গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর পরই আজ বৃহস্পতিবার ডা. আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী বছরের ১৪ এপ্রিল তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। চাকরির নির্ধারিত মেয়াদ শেষে দুই বছরের চুক্তিতে ছিলেন তিনি।
এমএম/পাবলিকভয়েস

