অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কাকরাইলের মুরব্বি, দোয়া কামনা

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

তাবলিগের কেন্দ্রীয় মারকায কাকরাইলের সাবেক জিম্মাদার, বিশিষ্ট দ্বীনের দাঈ ও ইসলামী বহু কিতাবের লেখক রবিউল ইসলাম (এফসিএ) গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিউল ইসলামের মেজো ছেলে হাফেজ মাওলানা জাকারিয়া জানান, আমার বাবা কাকরাইল মারকাযে প্রায় ৪০ বছর যাবৎ জিম্মাদার ছিলেন। বার্ধক্য জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত ২২ জুন তাকে খিলগাওয়ের খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাকারিয়া বলেন, বাবার নাকে পাইপ লাগানো রয়েছে। তিনি খাবার খেতে পারছেন না এবং কথাবার্তাও বলতে পারছেন না। রবিউল ইসলামের করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই জানিয়ে তিনি পিতার সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

বিশিষ্ট এই দ্বীনের দাঈ-এর বইগুলো ‘আবু ইউসুফ’ নামে প্রকাশ হওয়ায় অনেকে তাকে আবু ইউসুফ স্যার নামে চেনেন।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন