করোনা মুক্ত হয়ে বাসায় ফিরলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

প্রকাশিত: ৬:২০ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২০

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৭ দিন চিকিৎসা নিয়ে বুধবার ঢাকার হেয়ার রোডের সরকারি বাসায় ফেরেন মন্ত্রী।

মন্ত্রীর বড় ছেলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রবিন বাহাদুর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আপনাদের সবার দোয়া, আশীর্বাদে বাবার করোনা রিপোর্ট আজ নেগেটিভ এসেছে। আমাদের বীর পরিবার সব মানুষের কাছে কৃতজ্ঞ। কারণ, এই অসময়ে অনুধাবন করেছি, আপনাদের ভালোবাসা। বান্দরবান এবং বান্দরবানের বাইরের লাখ লাখ মানুষ মসজিদ, মন্দির, বিহার, প্যাগোডায় যেভাবে প্রার্থনা করেছেন এবং সবসময় খবর নিয়ে সাহস যুগিয়েছেন, তা সত্যিই ভাষায় প্রকাশ করার নয়। সবশেষে বলব, আপনাদের ভালোবাসার কাছে আমরা ঋণী। ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।’

প্রসঙ্গত, গত ৬ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। কক্সবাজারের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। উন্নত চিকিৎসার জন্য ৭ জুন বীর বাহাদুর উশৈসিংকে পার্বত্য চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে)।

বান্দরবান থেকে ৬ বার নির্বাচিত উশৈসিং ২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৯ সালে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে তাকে ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।###

এনএইচ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন