
করোনা ভাইরাস (কোভিড-১৯) গত ২৭ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৭ দিন করোনা পরিস্থিতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ রেলওয়ের প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে এ কথা জানান রেলপথ মন্ত্রী।
বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের অষ্টম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপনা করা হয়েছে বলে ঘোষণা দেন স্পিকার। এরপর আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনির্ধারিত আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রেল মন্ত্রী বলেন, সরকারের রাজস্ব ক্ষতি পূরণ ও জনগণের সেবা দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে চার জোড়া পার্শ্বেল ট্রেন এবং আম লিচুসহ অন্য কৃষিপণ্য পরিবহনের জন্য সম্প্রতি ম্যাঙ্গো স্পেশাল নামে আরও একটি পার্শ্বেল ট্রেন পরিচালনা করা হচ্ছে।
করোনা মহামারি উত্তীর্ণ হলে সরকারের রাজস্ব ক্ষতি পূরণের জন্য অন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান রেলপথ মন্ত্রী।
ওয়াইপি/পাবলিক ভয়েস

