

হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্যজনিত দূর্বলতা ও শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার (৭ জুন) রাত সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ‘আইসিইউতে’ তাকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে আল্লামা শফীর ছেলে হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী বলেন, ‘হুজুর বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন’।
এর আগে রোবার রাতে দারুল উলুমের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, আমাদের শাইখ আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী হাফিজাহুল্লাহ মাগরিবের পর থেকে বার্ধক্যজনিত কারণে দুর্বলতা অনুভব করছেন। হযরতকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চেক-আপ করানোর জন্য নেওয়া হয়েছে।
হযরত সারাদিন সুস্থ ছিলেন, আজকে দারুল উলুম হাটহাজারীতে উপস্থিত মেহমানদের সাথে আলাপ-আলোচনা করেছেন। আল্লাহর রহমতে হযরত আগের চেয়ে সুস্থ আছেন, তবে হযরতের পার্সোনাল ডাক্তারের পরামর্শে চেক-আপ করানোর জন্য চমেকে নেওয়া হয়েছে। আমাদের শাইখ যেন পরিপূর্ণ সুস্থ থেকে সকল দ্বীনি কাজ আনজাম দিতে পারেন দেশবাসীর কাছে দোয়ার আবেদন রইল।
উল্লেখ্য, এর আগে আল্লামা আহমদ শফী- বমি, মাথাব্যথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যায় নিয়ে গত ১১ এপ্রিল চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।
ঢাকায় এনে গত ১৪ এপ্রিল আল্লামা আহমদ শফীকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ প্রায় দুই সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থেকে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২২ এপ্রিল রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে।
দীর্ঘ ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে ওিইদিন হেলিকপ্টারযোগে তিনি চট্টগ্রাম পৌঁছেন।
শতবর্ষী প্রবীণ আলেম আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দূর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন।
‘আজগর আলী হাসপাতালের ৫২ স্বাস্থ্যকর্মী আক্রান্ত, সুস্থ আছেন আল্লামা শফী’
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হাটহাজারী পৌঁছলেন আল্লামা শফী
/এসএস