নমুনা পরীক্ষায় প্রতি ৫ জনের একজন শনাক্ত

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

দেশে প্রতিদিনই কোভিড-১৯-এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে যে নমুনা পরীক্ষা করা হয়েছে এবং যারা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, তাতে দেখা যাচ্ছে- দেশে প্রতি পাঁচজনের নমুনা পরীক্ষায় একজন আক্রান্ত হচ্ছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত্র বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৩৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। নমুনা পরীক্ষার হিসাবে রোগী শনাক্তের হার ২১.১০ শতাংশ। অর্থাৎ প্রতি পাঁচজনের নমুনা পরীক্ষায় একজন আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে।

বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, যারা শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি নমুনা। মোট আক্রান্ত হলেন ৬৩০২৬ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৮৪৬ জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।

বুলেটিনে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৫২১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন। আক্রান্তের বিবেচনায় সুস্থতার হার ২১.১৪ শতাংশ।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন