আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত, বিমান চার্জ মওকুফ

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

আন্তর্জাতিক এয়ারওয়েজের সিদ্ধান্ত পর্যবেক্ষণের পরে আন্তর্জাতিক রুটে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বুধবার এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সিএএবির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

করোনভাইরাস মহামারিজনিত কারণে অর্থনৈতিক সঙ্কটে বিমান সংস্থাগুলোকে সহায়তা করার জন্য পদক্ষেপও গ্রহণ করেছে মন্ত্রণালয়।

ডিসেম্বর অবধি দেশীয় বিমান সংস্থাগুলোর জন্য বিমানের চার্জের শতভাগ মওকুফ এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জন্য ৫০ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে করোনাভাইরাস মহামারীতে লকডাউন ও সাধারণ ছুটি বাতিল করার পর দেশে প্রতিনিয়ত আক্রান্ত-মৃতের সংখ্যা বাড়তেছে হু হু করে।

এ নিয়ে সরকারের সর্বোচ্চ মহলে অস্বস্তি তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আবারো লকডাউনের চিন্তা বিবেচনা করছে উচ্চ মহল। তবে এবার সারাদেশে লকডাউনের পরিবর্তে অধিক আক্রান্তের ঝুঁকিতে থাকা শহরগুলোকে লকডাউন করা চিন্তা করছে সরকার।

/এসএস

মন্তব্য করুন