

প্রবাসীদের নিয়ে তির্যক মন্তব্যের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কঠোর সমালোচনা করে তাকে সাধারণ খেটে খাওয়া মানুষের নেতা হওয়ার যোগ্য নন বলে উল্লেখ্য করেছেন বিশিষ্ট আইনজীবি ও সমাজকর্মী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে লাইভে এসে পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন বলেন, ‘আপনি প্রতিবারই এক মিনিটের একটা বক্তব্য দেন। পরে সেটা বুঝানোর জন্য পাঁচ মিনিটের আরেকটা বক্তব্য দিয়ে বলতে হয় আমি এটা বলিনি, এটা বলিনি’।
সুমন বলেন, ‘আপনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হয়ে, বাংলাদেশের মুখপাত্র হয়ে যদি প্রতিটা বক্তব্যের ব্যখ্যা করে বুঝাতে হয় তাহলে আমি মনে করি আপনার এই পদে থাকার যোগ্যতা নাই। আপনি সাধারণ খেটে খওয়া মানুষের নেতা হওয়ার যোগ্য নন। আরো ভালো কোনো পদ থাকলে সেখানে যান’।
ব্যারিস্টরা সুমন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো- উনাকে আরো বড় যদি ভালো কোনো পদ থাকে সেখানে দিয়ে দেন। সৈয়দ বংশের লোকেরা থাকে, ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন থাকে ওই জায়গার দায়িত্বে উনাকে দিয়ে দেন’।
পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন আরো বলেন, ‘যদি একটু শিখারও হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর থেকে কিছু শিখেন যে কীভাবে কথা বলতে হয়। কীভাবে দায়িত্ব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিচ্ছেন। আর আপনি উনার ক্যাবিনেটের হয়ে এই ধরণের বেফাঁস কথা বলেন’।
সুমন বলেন, ‘আপনার মনের ভিতর ভালো কিন্তু মুখে ভালো না। যদি কথা বলতে সমস্যা হয় আল্লাহরওয়াস্তে কথা বইলেন না। এই সরকারকে বিপদে ফেলবেন না। এই দূর্যোগকালীন সময়ে মাননীয় প্রাইম মিনিস্টারকে কাজ করতে দেন। কাজ যদি নাও পারেন বাধা দিয়েন না’।
এছাড়াও ব্যারিস্টার সুমন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কথা উল্লেখ্য করে বলেন, ‘আপনার ভাই যখন কথা বলতেন। রাবিশ-টাবিশ বলতেন। উনি বয়স্ক মানুষ ছিলেন। মানুষ মেনে নিয়েছে, কিন্তু আপনি উনার ভাই হয়ে এরকম একটা শিক্ষিত মানুষ হয়ে এরকম কথা বলবেন এটা মানা যায় না’।
উল্লেখ্য, সম্প্রতি এক ভিডিও বক্তব্যে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীরা দেশে আসলে দেশে চুরি-চামারি বেড়ে যেতে পারে। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুর হয়। এর আগেও ‘প্রবাসীরা দেশে এলে নবাবজাদা হয়ে যান’ বলে কটাক্ষ করে সমালোচনার শিকার হয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
ব্যারিস্টা সুমনের ভিডিও বক্তব্য:
/এসএস