
বাংলাদেশের বর্ষিয়ান আলেম ও দেশের বিশিষ্ট আলেম আল্লামা নূর হুসাইন কাসেমি, মুফতি আব্দুল মালেক, মুফ্তি দিলাওয়ার হুসাইনসহ হাজারো ওলামায়ে কেরামের উস্তাদ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কৃতিসন্তান আল্লামা মুফতী আবদুর রব অসুস্থ অবস্থায় আছেন।
শতবর্ষীয় কিংবদন্তী এই আলেম বাংলাদেশের একমাত্র ব্যাক্তি যিনি পাক-ভারত বিভক্ত হওয়ার পূর্বে দারুল উলুম দেওবন্দ থেকে হাদিস, ফেকাহ, তাফসির ও ফুনূনাত সহ চারো বিষয়েই তাখাসসুস তথা উচ্চতর ডিগ্রি অর্জন করেছিলেন।
জ্না যায়- তাঁর বোখারি শরীফের উস্তাদ শায়খুল ইসলাম হযরত মাদানী রহ. এর দরসে সর্বদা তিনি সামনের সারিতেই বসতেন। এবং এ আওলাদে রাসূল যতক্ষন সামনে বিরাজমান থাকতেন ততক্ষন তাঁর নুরানী চেহেরা থেকে দৃষ্টি অন্য দিকে ফিরিয়ে নেয়া তো দূরের কথা দরসি কিতাবের দিকেও নযর করার প্রয়োজন অনুভব করেননি।
তিনি স্বাধীনতার পূর্বে হযরত শামসুল হক ফরিদপুরী (ছদর-সাহেব) রহমতুল্লাহি আলাইহী’র তত্বাবধানে বড় কাটারা মাদরাসা থেকে প্রকাশিত মাসিক নেয়ামত পত্রিকার সম্পাদক এবং তৎকালিন কাটারা মাদরাসার মুহাদ্দিস, শায়খুলহাদিস আল্লামা আলি আশরাাফ সাহেব হযরতের সহপাঠি ছিলেন।
বর্ষিয়ান এই আলেম বর্তমানে খুবই অসুস্থ অবস্থায় আছেন। তাঁর জন্য একাধিক ওলামায়ে কেরাম দোয়া চেয়েছেন।

