
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, নতুন করে করোনাভাইরাস সংক্রান্ত বেশ কিছু গাইডলাইন তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ কারিগরি কমিটি। সেখানে রোগীর ছাড়পত্রের ব্যাপারে যে সুপারিশ এবং নির্ণায়কগুলো নির্দিষ্ট করা হয়েছে সেগুলো যথাযথভাবে পালিত হলেই হাসপাতাল থেকে করোনামুক্ত ছাড়পত্র দেয়া হবে।
তিনি বলেন, গাইডলাইন অনুযায়ী রোগীকে ছাড়পত্রের অনুমতি দেয়ার জন্য কয়েকটি শর্ত পূরণ হতে হবে। শর্তগুলো হলো-
১) জ্বর কমানোর ওষুধ- যেমন প্যারাসিটামল সেবন ছাড়াই জ্বর সেরে গেলে।
২) শ্বাসযন্ত্রের সংক্রমণ যেমন-শুষ্ক কাশি, কফ, নিশ্বাসে দুর্বলতা ইত্যাদি উপসর্গসমূহের লক্ষণীয় উন্নতি হলে।
৩) ২৪ ঘণ্টার ব্যবধানে পর পর দুটি পিসিআর ফলাফল নেগেটিভ হলে।
৪) যদি দুটি পিসিআর টেস্ট করা সম্ভব না হয়, সেক্ষেত্রে রোগীর ওপরের প্রথম দুটি শর্ত যদি পরবর্তী টানা ৭২ ঘণ্টা অব্যাহত থাকে, তাহলে ছাড়পত্রের অনুমতি দেয়া যাবে।
এক্ষেত্রে ছাড়পত্র পাওয়ার পর রোগীকে অবশ্যই নিজ বাসায় অথবা মনোনীত জায়গায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর ওই জায়গায় গিয়ে রোগীর পিসিআর টেস্টের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবেন স্বাস্থ্যকর্মীরা।
এমএম/পাবলিকভয়েস

