
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ন করেছে সরকার।
আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিব মো. সেলিম রেজাকে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অপর আদেশে, রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেনের বয়স ৫৯ বছর হওয়ায় তাকে অবসর দেওয়া হয়েছে।
এমএম/পাবলিকভয়েস

