আক্রান্ত ৩৭১ চিকিৎসকের ৮২ শতাংশই ঢাকার

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

মরণঘাতী করোনাভাইরাসে দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমনকি আক্রান্তদের একটা বড় অংশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। সর্বশেষ রোববার পর্যন্ত দেশে যে ৩৭১ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৮২ শতাংশের বেশি ঢাকা বিভাগের। অর্থাৎ আক্রান্তদের ৩০৫ জনই এ বিভাগের।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ (এফডিএসআর) নামক একটি সংগঠনটি এ তথ্য তুলে ধরেছে। সংগঠনটি সারাদেশের চিকিৎসকদের করোনাভাইরাসে আক্রান্তদের তথ্য প্রকাশ করে আসছে।

ঢাকার বাইরে বরিশাল ৯ জন, চট্টগ্রামে ১৫, সিলেটে ৫, খুলনায় ১০, রংপুরে ৩ এবং ময়মনসিংহ বিভাগে ২৪ জন চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে এফডিএসআর।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। আজ রোববার পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৪১৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১৪৫ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১২২ জন।

এ পর্যন্ত দেশে একজন চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। ডা. মঈন উদ্দিন নামের ওই চিকিৎসক সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন।

আর  বাংলাদেশে এ পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৪১৬ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১৪৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৮৫ শতাংশই ঢাকা বিভাগের। রাজধানী ঢাকায় সর্বোচ্চ সংখ্যক ২ হাজার ৪৮৫ জন অর্থাৎ ৫২.০১ শতাংশ ঢাকার বাসিন্দা। রাজধানী ছাড়া ঢাকা বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫৬৮ জন অর্থাৎ ৩২.৮২ শতাংশ।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন