
সুস্থ হয়ে হাসাপাতাল ছেড়েছেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। দীর্ঘ ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে রোববার তিনি রাজধানীর আজগর আলী হাসপাতাল থেকে ছাড়া পেলেন।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারযোগে হাটহাজারী পৌঁছেছেন আল্লামা আহমদ শফী।
হাটহাজারী পৌঁছার তথ্য পাবলিক ভয়েসকে নিশ্চিত করেছেন, আল্লামা আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী। এর আগে আজগর আলী হাসপাতালের বিশেষ একটি সূত্র আমাদেরকে আল্লামা শফীর হাসপাতাল ত্যাগের খবর জানান।
বর্তমানে তিনি হাটহাজারী মাদরাসায় অবস্থান করছেন বলে জানিয়েছেন মাওলানা আনাস মাদানী
এর আগে আল্লামা আহমদ শফী- বমি, মাথাব্যথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যায় নিয়ে গত ১১ এপ্রিল চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।
ঢাকায় এনে গত ১৪ এপ্রিল আল্লামা আহমদ শফীকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ প্রায় দুই সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থেকে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে। শারীরিক অবস্থার উন্নতি হওয়া হাসপাতাল ছেড়ে আজ তিনি বাসায় ফিরলেন।
এদিকে আজগর আলী হাসাপাতালের ২২ জন চিকিৎসকসহ ৫২ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার এ খবর দিয়েছে ‘ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটি’ (এফডিএসআর)।
সংশ্লিষ্ট খবর: ‘আজগর আলী হাসপাতালের ৫২ স্বাস্থ্যকর্মী আক্রান্ত, সুস্থ আছেন আল্লামা শফী’
এফডিএসআরের যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে বলেন, বেসরকারি হাসপাতালটির এত সংখ্যক চিকিৎসক ও কর্মী এক সঙ্গে করোনাভাইরাসে আক্রান্তের খবরে আমরা খুবই উদ্বিগ্ন। হাসপাতালটি এখনো চালু থাকায় সেখানকার অন্যান্য চিকিৎসক, কর্মী ও রোগীরা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন।
এমন অবস্থায় আল্লামা আহমদ শফীর সর্বশেষ অবস্থা জানার জন্য পাবলিক ভয়েসের পক্ষ থেকে আমরা শনিবার রাতেই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি।
পরে রোববার ভোর রাতে হাসপাতালের বিশেষ একটি সূত্র আমাদের জানান, আল্লামা আহমদ শফী সুস্থ আছেন। করোনাভাইরাসের কোনো ঝুঁকি নেই তার। বেশ কয়েকদিন আগেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।
এদিকে করোনা ঝুঁকির কারণেই আল্লামা শফীকে আজগর আলী হাসপাতাল থেকে ছাড় করানো হচ্ছে কিনা জানতে চাইলে আনাস মাদানী বলেন, ‘এ সংক্রান্ত খবর জানার আগেই আমরা আল্লামা শফীর সুস্থতা বিবেচনায় হাসপাতাল থেকে ছাড়পত্রের কথা জানতে পাই। স্বাভাবিকভাবেই তিনি সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। এখন তিনি পুরোপুরি সুস্থ আছেন। আপনারও দোয়া করবেন’।
আল্লামা আহমদ শফী সুস্থ আছেন, গুজব না ছড়ানোর অনুরোধ
করোনা ভাইরাস থেকে বাঁচতে আল্লামা আহমদ শফীর বিশেষ পরামর্শ
/এসএস

