হস্তান্তর করা হয়েছে গণস্বাস্থ্যের করোনা পরীক্ষার কীট জিআর কোভিড-১৯

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করা করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্তের নমুনা কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালের ছয় তলার মেজর হায়দার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কিট হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা।

কিট হস্তান্তরের পর এক প্রতিক্রিয়ায় গবেষক দলের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল বলেন, ‘এন্টিবডি ও এন্টিজেন এ দুটির সমন্বয় করে কিট তৈরি করা হয়েছে। এটি পাঁচ মিনিটের মধ্যে সুনির্দিষ্টভাবে করোনা রোগী শনাক্ত করতে সক্ষম।’

অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ কিট উদ্ভাবনের প্রধান গবেষক ড. বিজন কুমার শীল, গবেষণা দলের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকারসহ অন্যান্য গবেষকরা উপস্থিত ছিলেন।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন