
গত এক সপ্তাহে দেশে গড়ে প্রতিদিন প্রায় ২৫ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
মরণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে লড়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এতে করে তারাও ভাইরাসটিতে সংক্রমিত হচ্ছেন। আর বাংলাদেশে চিকিৎসকদের সংক্রমিত হওয়ার হার সবচেয়ে বেশি। এমনকি যুক্তরাষ্ট্র ও ইতালির থেকেও তা বেশি।
তারা জানায়, গত ১৪ এপ্রিলের পর থেকে দেশে প্রতিদিন গড়ে ২৫ জন চিকিৎসক কোভিড-১৯ রোগে আক্রান্ত হচ্ছেন। যা প্রতিদিন মোট সংক্রমিত রোগীর ১৩ শতাংশ। আর স্বাস্থ্যকর্মীসহ হিসাব করলে তা ১৬ শতাংশ দাঁড়ায়। অথচ সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টিকারী যুক্তরাষ্ট্র ও ইতালিতে এই হার যথাক্রমে ১১ ও ৯ শতাংশ।
বিডিএফের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্মকর্তা ডা. নিরুপম দাস বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত ১৪ এপ্রিল পর্যন্ত ৫৪ জন চিকিৎসক ভাইরাসটিতে আক্রান্ত হন। পরবর্তী ১১ দিনে এই সংখ্যাটা ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত একদিনেই ৩৭ জন চিকিৎসক কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছেন।
এ নিয়ে এখন পর্যন্ত ৩২৪ জন চিকিৎসক মরণঘাতী এই ভাইরাসটিতে সংক্রমিত হলেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক চিকিৎসক রাজধানী ঢাকার। এরপরই রয়েছে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার। অন্যান্য জেলাতেও কম-বেশি চিকিৎসক ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। অধিকাংশই হাসপাতালে চিকিৎসা সেবা দেয়ার সময় সংক্রমণের শিকার হন।
বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের পিপিই সরবরাহ করার কারণেই চিকিৎসকদের মধ্যে সংক্রমণের হার বেশি। বিষয়টি নিয়ে অনেক চিকিৎসক অভিযোগও করেছেন। পরে কর্তৃপক্ষ থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
মাহিন মুহসিন/পাবলিকভয়েস

