দেশে করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো, গত ২৪ ঘন্টায় মৃত ১০

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০
বাংলাদেশে করোনাভাইরাস আপডেট। ছবি : পাবলিক ভয়েস।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা পৌনে দুই লাখ ছুঁই ছুঁই। প্রতিমূহুর্ত বাড়ছে মৃতের সংখ্যা। ১ লক্ষ ৬৫ হাজারের বেশি মানুষ মারা গেছে আজ সোমবার সকাল পর্যন্ত। এরমধ্যে শুধুমাত্র আমেরিকাতেই অর্ধলক্ষ ছুঁতে চলছে মহামারী এ ভাইরাসের মৃতের সংখ্যা।

বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। সেই সাথে পরীক্ষা যতো বাড়ছে আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে।

আজ সোমবার (২০ এপ্রিল) দেশে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা হয়েছে ১০১ জনে দাঁড়িয়েছে। এতে করে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো।

গত ২৪ ঘন্টায় ২৭৭৯ টি পরীক্ষা হয়েছে। এতে আক্রান্ত হয়েছে ৪৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ২৯৪৮ জনে।

আইইডিসিআর এর অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা আজ সোমবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে এসব তথ্য জানিয়েছেন।

এদিকে নভেল করোনাভাইরাস তার ভয়াল রূপ নিয়ে বাংলাদেশে এসে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ভিডিও কনফারেন্সের অংশ হিসেবে আজ দুই বিভাগের ৮ জেলার কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সকাল ১০টায় শুরু হওয়া ভিডিও কনফারেন্সের শুরুতেই প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আপনাদেরকে আরো সতর্ক হতে হবে। সরকারের পক্ষ থেকে আমরা নানা পদক্ষেপ নিচ্ছি; কিন্তু আপনারা সচেতন না হলে, ঘরে না থাকলে, সামাজিক দূরত্ব বজায় না রাখলে পদক্ষেপ নিয়ে তো কোনো লাভ নেই।’

তিনি আরো বলেন, করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে আমরা অনেক অনুষ্ঠান বাতিল করে দিয়েছি। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠানের দিনটিও (১৭ এপ্রিল) আমরা উদযাপন করতে পারিনি।

‘শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবীই স্থবির হয়ে আছে। মানুষ কর্ম হারাচ্ছে, উপার্জন বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে দেশের অনেক এলাকা লকডাউন করা হয়েছে, কিন্তু কেউ কেউ তা মানতে চান না। এটা খুবই দুঃখজনক।’ ভিডিও কনফারেন্সে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত: গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে করোনাভাইরাস প্রথমে ধরা পরে। এরপর ধিরে ধিরে তা ইউরোপ আমেরিকাসহ বিশ্বের প্রায় ২০৫ টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়তই জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

করোনাভারাসের নিয়মিত আপডেট প্রকাশ করা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত সর্বশেষ তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ১৪ হাজার ৪৬৪ জন।

বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ১৭৪ জন। যা প্রতিমূহুর্তে বেড়েই চলছে। একই সাথে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ফিরেছেন ৬ লাখ ২৯ হাজার ৪৩৩ জন। (সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত)।

দেশটিতে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত (আমেরিকার সময় ১৯ এপ্রিল, রাত ১১টা) দেশটিতে ৪০ হাজার ৫৬৫ জন মানুষ মারা গেছে।  এরমধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ১৫০০ জনেরও অধিক মানুষ।

বিশ্বের যে কোনো দেশের তুলনায় মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ইউরোপীয় দেশ ইতালির অবস্থান।

ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২৯ ফেব্রুয়ারি। এরপর গত ৬ এপ্রিল তা ১০ হাজারে পৌঁছায়। তখন থেকে মাত্র পাঁচ দিনের মাথায় সংখ্যাটি হয়ে যায় ২০ হাজার। বিশ্বের শীর্ষ অর্থনীতি ও ক্ষমতাধর দেশটিতে ৩৮ দিনে ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

  • এতো অল্প সময়ে এতো বেশি আনুপাতিক হারে মৃত্যু হয়নি আর কোনো দেশেই। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই দেশটিতে মৃতের সংখ্যা অর্ধলক্ষ পেরিয়ে যাবে। 

আকান্তের সংখ্যার দিক থেকেও সবচেয়ে ভয়াভহ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৭ লক্ষ ৬৪ হাজার ৩০৩ জন।

/এসএস

মন্তব্য করুন