
নভেল করোনাভাইরাস তার ভয়াল রূপ নিয়ে বাংলাদেশে এসে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ভিডিও কনফারেন্সের অংশ হিসেবে আজ দুই বিভাগের ৮ জেলার কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সকাল ১০টায় শুরু হওয়া ভিডিও কনফারেন্সের শুরুতেই প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আপনাদেরকে আরো সতর্ক হতে হবে। সরকারের পক্ষ থেকে আমরা নানা পদক্ষেপ নিচ্ছি; কিন্তু আপনারা সচেতন না হলে, ঘরে না থাকলে, সামাজিক দূরত্ব বজায় না রাখলে পদক্ষেপ নিয়ে তো কোনো লাভ নেই।’
তিনি আরো বলেন, করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে আমরা অনেক অনুষ্ঠান বাতিল করে দিয়েছি। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠানের দিনটিও (১৭ এপ্রিল) আমরা উদযাপন করতে পারিনি।
‘শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবীই স্থবির হয়ে আছে। মানুষ কর্ম হারাচ্ছে, উপার্জন বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে দেশের অনেক এলাকা লকডাউন করা হয়েছে, কিন্তু কেউ কেউ তা মানতে চান না। এটা খুবই দুঃখজনক।’ ভিডিও কনফারেন্সে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমএম/পাবলিকভয়েস

