তথ্যমন্ত্রীর সংবাদে ভুল, বাসসের প্রতিবেদকের বিরুদ্ধে ব্যবস্থা

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে নিয়ে ভুল সংবাদ প্রকাশ করায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে তথ্য অধিদপ্তর। রোববার তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গত শুক্রবার বাসস ‘দেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশে বিএনপির ইন্ধন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। যেখানে তথ্যমন্ত্রীর বক্তব্য ভুলভাবে পরিবেশন করা হয়। তথ্যমন্ত্রী এ ধরনের কোনো বক্তব্য না দেওয়ায় প্রতিবেদনটি প্রকাশের কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করে নেয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি।

এতে আরো বলা হয়, ওইদিন তথ্যমন্ত্রী তার বক্তব্যে ‘ভাড়া করা লোক দিয়ে বিএনপি ত্রাণের জন্য বিক্ষোভে ইন্ধন দিচ্ছে’ বা ত্রাণ বিতরণের নামে অনিয়মে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি। হাছান মাহমুদের ওই দিনের বক্তব্যের অডিও এবং ভিডিও বিভিন্ন গণমাধমে প্রচারিত হয়েছে এবং তা সংরক্ষিত আছে। সেখানে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। তাই এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ারও কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাসস ওইদিনই নিজেদের ভুল সংশোধন করে এ বিষয়ে আরেকটি সংবাদ প্রকাশ করে। বক্তব্যে তথ্যগত ভুল থাকায় তথ্যমন্ত্রীর নির্দেশে ওই প্রতিবেদকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন