সুস্থদের জন্য মসজিদ খুলে দিতে তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার আহ্বান

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

ওলামায়ের কেরামের দাবি মেনে সুস্থদের জন্য মসজিদে খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ।

আজ রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

রোববার রাতে তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের দফতর সম্পাদক আহসান হাবীব এর স্বাক্ষরে পাবলিক ভয়েসে পাঠানো একটি বিবৃতিতে বলা হয়, গত ৩০ মার্চ গৃহিত সরকারি সিদ্ধান্তের অনুসরণে সম্পূর্ণ সুস্থ মুসল্লীদের জন্য মসজিদগুলােতে জামাতে নামাযের ওপর আরােপিত বিধি-নিষেধ প্রত্যাহার করা হােক।

করােনাভাইরাসে উদ্ধুদ্ধ পরিস্থিতিতে দেশের অন্যান্য বহু অঙ্গনে জনসমাগম অব্যাহত রেখে শুধু মসজিদে মুসল্লীদের সংখ্যা নির্ধারণ করা, মসজিদ বন্ধ করে দেওয়া, আগত মুসল্লীদের হয়রানি করা এবং সম্মানিত ইমামমুয়াজ্জিনদের গ্রেফতার করা সম্পূর্ণ অযৌক্তিক ও শরীয়ত পরিপন্থী।

সরকারি নির্দেশনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমাদের বিনীতি নিবেদন, গত ৩০ মার্চ গৃহিত সরকারি সিদ্ধান্তের অনুসরণে মহান আল্লাহ তায়ালার রহমতের আশায় পাঁচ ওয়াক্ত নামায, জুমা এবং মাহে রমজানে তারাবিহের নামাযে স্পল্প-সময়ের জন্য মসজিদগুলাে সাধারণভাবে উন্মুক্ত করে দেওয়া হােক।

তবে বিবৃতিতে উল্লেখ্য করা হয়, করােনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি কিংবা সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট রােগী বা যারা আক্রান্ত রােগীর সংস্পর্শে গিয়েছেন, নিজে বিভিন্ন রােগে আক্রান্ত, তারা ঘরেই নামায পড়বেন। এমনিভাবে বয়ােঃবৃদ্ধ, দুর্বলসহ যারা অসুস্থদের সেবায় নিয়ােজিত, তাৱা না আশার অবকাশ আছে। যারা জামাতে অংশগ্রহণ করবেন, তারাও সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে মসজিদে আসবেন। মহান আল্লাহ আমাদের সকলকে এই মহামারী থেকে রক্ষা করুন। আমীন।

এ বিবৃতিতে মত দিয়েছেন, মুফতী আরশাদ রহমানী, সভাপতি, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ। মাওলানা মাহমুদ আলম (সহ সভাপতি), মাওলানা ইউনুস (সহ সভাপতি), মাওলানা আব্দুস সবুর (সহ সেক্রেটারী) মাওলানা আব্দুল হক হক্কানী (পরীক্ষা নিয়ন্ত্রক), মাওলানা শামসুল হুদা খান (সভাপতি, দিনাজপুর জেলা), মাওলানা নজরুল ইসলাম (সভাপতি, সিরাজগঞ্জ জেলা), মাওলানা হাফেজ ইদ্রীস (সভাপতি, রংপুর জেলা), মাওলানা হারুন (সভাপতি, নীলফামারী জেলা), মাওলানা ফজলুর রহমান (সভাপতি, রাজশাহী গেলা)।

মাওলানা শরিফুল ইসলাম (সেক্রেটারী, পাবনা জেলা), মাওলানা হুসাইন আহমাদ (সভাপতি, নাটোর জেলা) মাওলানা আঃ মান্নান (সভাপতি, নওগাঁ জেলা), মাওলানা আঃ বারী শাহিন (সভাপতি, জয়পুরহাট জেলা), মাওলানা আঃ বাসেত (সভাপতি, গাইবান্ধা জেলা), মাওলানা মাহবুবুর রহমান (সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা), মাওলানা ওবাইদুল মতিন (সভাপতি, ঠাকুরগাঁও জেলা), মাওলানা আমীনুল ইসলাম (সভাপতি, কুড়িগ্রাম জেলা), মাওলানা আব্দুর রহীম (সভাপতি, লালমনিরহাট জেলা), মাওলানা আব্দুল হান্নান (সভাপতি, পঞ্চগড় জেলা)।

/এসএস

মন্তব্য করুন