ঈদ পর্যন্ত ছুটির আভাস!

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যাও। আর তাই করোনা ভাইরাস সংক্রমণরোধে আগামী ঈদ পর্যন্ত বাড়ানো হতে পারে সরকারি ছুটি। এমনটাই আভাস মিলেছে।

দেশে করোনাভাইরাস প্রতিরোধে প্রথম দফা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় দফায় ছুটি বর্ধিত করা হয় ১১ এপ্রিল পর্যন্ত। তৃতীয় দফায় ১৪ এপ্রিল এবং চতুর্থ দফায় ছুটি বাড়ানো হয়েছে ২৫ এপ্রিল পর্যন্ত। ছুটি শেষ হতে আর সপ্তাহখানেক বাকি, এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এ ছুটি বাড়তে পারে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার অর্থাৎ ১ ও ২ মে দুদিন ছুটির পর ৩ মে সরকারি-বেসরকারি অফিস খোলার সম্ভাবনা রয়েছে। এর আগে চতুর্থ ধাপে বাড়ানো সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল শেষ হবে।

সাধারণ ছুটি ঘোষণা হওয়ার পর প্রায় কোটি মানুষ ঢাকা ছেড়েছেন। ঈদকে সামনে রেখে রমজানের ১ সপ্তাহ কাটানোর পর তাদের আর ঢাকায় আসার সম্ভাবনা নেই। এর মধ্যে যদি করোনাভাইরাসের প্রকোপ কমেও যায়, তাতেও সরকার সঙ্গে সঙ্গে অফিস খুলে নতুন করে সংক্রমণের ঝুঁকি নেবে না।

বলা বাহুল্য, সরকারের সামনে করোনাভাইরাস মোকাবেলাই এখন প্রথম ও একমাত্র চ্যালেঞ্জ। তাই ছুটি যে ঈদ পর্যন্ত বেড়ে যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত। নাম প্রকাশ না করলেও জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে তেমনটাই জানানো হয়েছে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন