

মিলাদ হোসেন শুভ, ছাতক, সুনামগঞ্জ: সুনামগঞ্জ ছাতক উপজেলা উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামের গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ডাক্তার মঈনুদ্দিনের দাফন তার নিজ গ্রামে হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে সর্বত্র ছাতক উপজেলা শোকের ছায়া নেমে এসেছে।
ডা. মঈনকে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে তাদের পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হবে।
দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকের ঘনিষ্টজনরা ও সুনামগঞ্জ -৫ আসনের সাংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক এমপি
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ -৫ আসনের সাংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদত মো: লাহিন,আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী,সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সংগ্রামী সহসভাপতি এম এ রশিদ আহমদ, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমুখ।
জানা যায়, গত ৫ এপ্রিল সন্ধ্যায় ডা. মঈনুদ্দিনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে ৭ এপ্রিল শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেনন সিলেট মেডিকেলের এই মেডিসিন ও হার্ট স্পেশালিস্ট ডা. মঈনুদ্দিন।
দুই শিশু সন্তান স্ত্রী ও আত্মীয়-স্বজনসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে ডা. মঈনুদ্দিন চিরদিনের জন্য চলে গেলেন না ফেরার দেশে।
/এসএস
ডা. মঈনু্দ্দিন পরিবারের সব দায়-দায়িত্ব সরকার নেবে
সিলেট মেডিকেলের ডা. মঈনুদ্দিন মারা গেলেন করোনায়