রাষ্ট্রপতির সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯
রাষ্ট্রপতির সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

পাবলিক ভয়েস : রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ বুধবার বঙ্গভবনে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের বিদায়ী রাষ্ট্রদূত অধ্যাপক ড. চোপ লাল ভুসাল। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান আবদুল হামিদ।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তার জন্য নেপালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। রাষ্ট্রপ্রধান আশা করেন, আগামী দিনেও দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। দু’দেশের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।

বাংলাদেশে দায়িত্বপালনকালে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নেপালের বিদায়ী দূত বলেন, নেপালের অনেক শিক্ষার্থী বাংলাদেশে পড়ালেখা করতে আগ্রহী, বিশেষ করে মেডিকেল শিক্ষার্থীরা।

ড. চোপ লাল ভুসাল নেপালের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা সহজীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানান। এসময় বৈঠকে বঙ্গভবনের সচিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন