সিলেট মেডিকেলের ডা. মঈনুদ্দিন মারা গেলেন করোনায়

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিন মারা গেছেন। আজ বুধবার ভোরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. আয়েশা আকতার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্য হলো। যদিও এখন পর্যন্ত আজকের সর্বশেষ পূর্ণাঙ্গ আপডেট আসেনি। দুপুরে গত ২৪ ঘন্টার সর্বশেষ তথ্য নিয়ে অনলাইনে ব্রিফিং করবে আইইডিসিআর।

সর্বশেষ খবর: মঙ্গলবার: বাংলাদেশে নতুন আক্রান্ত ২০৯, মৃত্যু ৭ জনের

জানা যায়, গত ৫ এপ্রিল সন্ধ্যায় ডা. মঈনুদ্দিনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে ৭ এপ্রিল শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করলেন সিলেট মেডিকেলের মেডিসিন ও হার্ট স্পেশালিস্ট ডা. মঈনুদ্দিন।

/এসএস

মন্তব্য করুন