সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০
গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, ছবি: লাইভ থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তার ভাষণে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাবেন। সেইসঙ্গে করোনাভাইরাস নিয়ে চলমান সংকট নিরসনে জনগণকে বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন বলে মনে করা হচ্ছে।

এর আগে গত ২৫ মার্চ করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে করোনা পরিস্থিতি মোকাবেলায় সার্বিক নির্দেশনা দেন তিনি।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন