

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে বলেছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কষ্ট লাঘবে সাধারণ ও অসহায় জনগণের জন্য সরকারের সরবরাহকৃত ত্রাণ সামগ্রী আত্মস্যাৎকারীদের কোনভাবেই ছাড়া হবে না। “তারা কোনভাবেই ক্ষমার যোগ্য নয় এবং এটা আমরা ক্ষমা করবোনা” বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত যে কয়েকটা খবর এ ধরনের বেরিয়েছে- যারা এ সকল ঘটনা ঘটিয়েছেন বা দুর্গত মানুষকে দেয়া চাল বা খাদ্যশস্য থেকে দুর্নীতি করার চেষ্টা করছে এবং কিছু ধরাও পড়েছে, আমি আশা করি এ ধরনের কাজ করলে সবাই ধরা পড়বেন। তাদের কিন্তু কোন ক্ষমা নেই।’ ‘প্রয়োজনে সেখানে মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে শাস্তি দেয়া হবে, বিচার পরে দেখা যাবে’, যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল এবং খুলনা বিভাগের ১৬টি জেলার স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বসশ্র বাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য, সিভিল সার্জন এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সর্বশেষ করেনাভাইরাস পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে একথা বলেন।
শেখ হাসিনা বলেন, একটা দুর্যোগপূর্ণ অবস্থা চলছে। এ সময় মানুষকে সহায়তার জন্য আমরা যে খাদ্যদ্রব্য দিচ্ছি-চাল বা যা আমরা দিচ্ছি সেখান থেকে কেউ যদি দুর্নীতি করার চেষ্টা করে, তাহলে তা কোনভাবেই ক্ষমার যোগ্য নয় এবং এটা আমরা ক্ষমা করবোনা।
প্রত্যেকের নিজের একটা আন্তরিকতা থাকতে হবে উল্লেখ করে সরকার প্রধান ত্রাণ প্রদানকারীদের উদ্দেশ্যে বলেন, ‘যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তাঁরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। কিন্তু এরমধ্যে সামাণ্য এই দু-একটি ঘটনা আমাদেরকে অত্যন্ত কষ্ট দেয় এবং এটা খুবই একটা ঘৃণ্য কাজ। এরকম কেউ করবেন না সেটাই আমি বলবো। এই ধরণের দুর্নীতি কোনদিনই আমরা বরদাশত করবো না।
বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় এখানে যেকোন রোগের সংক্রমণ রোধ করাটাকে অত্যন্ত চ্যালেঞ্জিং আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এজন্য প্রত্যেকটি মানুষ নিজের এবং নিজের পরিবারের কথা ভাবতে হবে, পাড়া প্রতিবেশী বা এলাকবাসীর কথা ভাবতে হবে। যাতে সবাই সুরক্ষিত থাকতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, এটা নিজেরা চিন্তা না করলে কিন্তু আমরা মুখে বলে কিছু করতে পারবো না, ঘরে থাকতে হবে এবং প্রয়োজন কারো সঙ্গে অহেতুক মেলামেশা না করার জন্য প্রত্যেককে সতর্ক থাকার জন্য তিনি বারংবার অনুরোধ জানান। তিনি একস্থান থেকে অন্য স্থানে বা অন্যজেলায় না যাওয়ার জন্যও সকলকে অনুরোধ করেন।
কারণ হিসেবে তিনি বলেন, অনেক জেলায় যেখানে সংক্রমণ ছিলই না কিন্তু একজনের কাছ থেকে অন্যজনের কাছে ক্রমেই চলে যাচ্ছে, সংক্রমণ হচ্ছে। সবাইকে যেহেতু ঘরে থাকতে বলা হয়েছে। সেখানে অহেতুক ঘোরাঘুরি করার ফলেই এই সংক্রমণ ঘটছে। কাজেই, এ অবস্থা চতে থাকলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সকলের ঘরেই খাবার এবং সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, যেহেতু অনেকের কাজকর্ম নেই। আবার অনেকে ত্রাণের জন্য হাত পাততে পারেন না। তাঁর সরকার সামাজিক নিরাপত্তাবলয়সহ বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রে যারা তালিকাবদ্ধ রয়েছেন তাঁদের সহযোগিতার পাশাপাশি তালিকার বাইরের লোকদের সহযোগিতার জন্যই অতিরিক্ত সাহায্য প্রদান করে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
করোনাভাইরাসে সংক্রমণ রোধে আসন্ন পহেলা বৈশাখে কোন জনসমাগম করা যাবে না বলেও জানান প্রধানমন্ত্রী। এমনকি আসন্ন মুজিব নগর দিবস, ১৭ এপ্রিলও ঘরে থেকেই গণমাধ্যমের সহায়তায় পালনের জন্য ও বলেন শেখ হাসিনা।
তিনি পুণরায় সকর্ত করে দিয়ে বলেন, ‘প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হবেন না, সাবধানতা ছাড়া কোন উপায় নেই।’ সূত্র : বাসস।
প্রসঙ্গত : গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে করোনাভাইরাস প্রথমে ধরা পরে। এরপর ধিরে ধিরে তা ইউরোপ আমেরিকাসহ বিশ্বের প্রায় ২০০ টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়তই জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
করোনাভারাসের নিয়মিত আপডেট প্রকাশ করা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত সর্বশেষ তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৯৬ হাজার ৪২৪ জনে দাড়িয়েছে। বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার ৩০ জনে। যা প্রতিমূহুর্তে বেড়েই চলছে। একই সাথে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৪ লক্ষ ১২ হাজার ১০২ জন।
আজ রোববার (১২ এপ্রিল) আইইডিসিআরের তথ্য অনুসারে বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। সব মিলিয়ে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬২১ জনে। এবং মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৪ জনে।
আরআর/পাবলিক ভয়েস