সংকটের এ মুহূর্তে ফসল যেন নষ্ট না হয় : বরিশালবাসীকে প্রধানমন্ত্রী

সপ্তাহে একদিন হাট বসাতে হবে

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০
গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, ছবি: লাইভ থেকে নেওয়া

আজ রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করার সময় তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, অনেক শ্রমিক আছে যারা এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে ফসল কাটেন। তারা বর্তমানে বেকার রয়েছেন। তাদের অন্য জেলায় গিয়ে কাজ করার সুযোগ-সুবিধা করে দিতে হবে।

উৎপাদন অব্যাহত রাখতে হবে জানিয়ে তিনি বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে কোনো ফসল যেন নষ্ট না হয়। হাট-বাজার যেন পুরোপুরি বন্ধ না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। সপ্তাহে একদিন হাট বসাতে হবে।

সরকার প্রধান বলেন, কৃষি উৎপাদন অব্যাহত রাখার জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। কৃষকরা যাতে ধানের ন্যায্যমূল্য পায় সেজন্য দুই লাখ মেট্রিক টন চাল কেনার কথা বলেছি। কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ইতোমধ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সামনে আরো ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন