
শুক্রবার দেশে করোনাভাইরাসে ৬ জনে মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ২৭ জনের এবং মোট আক্রান্তের সংখ্যা হলো ৪২৪ জন।
আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৯ জন, মহিলা ২৫। দশ বছরের নিচে ৩ জন। এগারো থেকে বিশ বছর বয়সী আছে ৬ জন। বাকীরা তদুর্ধ্ব বয়সী।
অন্যদিকে মৃতদের মধ্যে ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জ ২ জন, পটুয়াখালীর ১ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩৭ জন, নারায়ণগঞ্জ ১৬ জন্য, বাকীরা বিভিন্ন জেলার। এরমধ্যে ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ যাত্রাবাড়ীতে ৫ জন।
প্রতিদিনের নিয়মিত সংবাদ বুলেটিনে বিগত ২৪ ঘন্টার এ পরিসংখ্যান তুলে ধরেছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
উল্লেখ্য, বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে এখন পর্যন্ত (শুক্রবার দুপুর) মারা গেছেন ৯৫ হাজার ৮৪৩ জন, আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮১০৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৮ হাজার ১৫ জন।
এদিকে, বাংলাদেশে সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করছে সরকার।
/এসএস

